অনেক প্রিয়


জাহিদ হোসেন রনজু
---------------------®


সেই স্মৃতিটা আমার কাছে
অনেক মধুর অনেক প্রিয়-
ফেরার কালে সজল চোখে
বলতে যখন- 'পত্র দিয়ো।'


সেই স্মৃতিটা আমার কাছে
অনেক প্রিয় অনেক মধুর-
বিদায় বেলার ঘরের দ্বারে
মুখটি তোমার মলিন বিধুর।


এখন প্রিয় নেই কিছু আর
আগের মতন ছিল যেমন,
হারায় গেছে সেদিনের সেই
হৃদয় ছোঁয়া পত্র লিখন।


হারিয়েছে প্রেমপ্রীতিময়
কষ্টে ভরা সময় মধুর,
যান্ত্রিকতার জয়োল্লাসে
সবই নিকট নেইতো সুদূর।


এখন প্রিয় উতালপাতাল
শংকা ভরা অপেক্ষা নেই,
কখন কোথায় কেমন আছো
সব জানা যায় ইচ্ছে হলেই।


এখন প্রিয় মনে হলেই
খোঁজ নেয়া যায় যখন-তখন,
কিন্তু প্রিয় ছড়ায় কি আজ
সুখের আবেশ আগের মতন?


-----------------------------------
১৭ এপ্রিল  ২০২২, ট্রেন, খুলনা টু ঢাকা