প্রতিশব্দে ঘুষ


জাহিদ হোসেন রনজু
---------------------®


ঘুষ মহাশয় বহুরূপী
নানান রকম সাজ,
অবৈধ কাজ বৈধ করতে
সে যে ফন্দিবাজ।


স্থান, কাল ও পাত্র ভেদে
পাল্টে ফেলে নাম,
যদিও তার সর্বখানে
একই রকম কাম।


'রাজনৈতিক দল' নিলে যে ঘুষ
সেটা 'অনুদান',
অবৈধ কাজ ইচ্ছেমত
করার 'প্রতিদান'।


গড ফাদারকে দিলে সে ঘুষ
'বেঁচে থাকার ফিস',
নাহলে যে প্রাণটা যাবে
জান হবে 'ডিসমিস'।


স্কুলেতে ভর্তি কালে
ঘুষ হয় 'ডোনেশন',
জ্ঞানের জন্য সে ঘুষ নেয়া
নয় কো 'করাপশন'।


ঠিকাদারী কাজে কর্মে
'কমিশন' তার নাম,
না দিলে কাজ হবে না তো
হবে যে তুলকাম।


সরকারী কাজ সম্পাদনে
ঘুষ দিলে পরে,
'স্পীড মানি' নামে সে ঘুষ
পকেটে ভরে।


চাপরাশি আর পিয়ন নিলে
ঘুষটা হয় 'বকশিস',
না দিলে তো 'সিরিয়াল' পেতেই
করবে হা-পিত্তিস।


স্বর্গে যাওয়ার আশায় যেটা
সাধু-পীরকে দাও,
ঘুষ হলে তাও ঘুষ বলো না
পুণ্য যদি চাও।


বউকে খুশি করতে হলে
যে ঘুষটা লাগে,
'আনুগত্য' তাকে বলে
সংসারের বাগে।


---------------------------------
০৬ ফেব্রুয়ারি ২০১৯, মিরপুর, ঢাকা