প্রয়োজন তাই আপন


জাহিদ হোসেন রনজু
-----------------------------------®


এলো যে আচানক
শীত নেমে ভয়ানক।
বহে বায়ু দিনভর
কাঁপি শীতে থরথর।
জবুথবু চারপাশ
যেন এলো মাঘমাস।
বায়ূ গিলে ঢকঢক
দাঁতে দাঁতে ঠকঠক।
বাসে বসে এক ঠায়
যানজটের রাস্তায়।
'ওরে বাবা কী শীত'-
বহুজনে গায় গীত।
শুনে শুনে চুপচাপ
গায়ে ঘেষে উত্তাপ
নিতে সবাই চাচ্ছে
নাহি কেহ হাকছে-
'সরো দূরে, হট্ যাও
কেন গায় গা মিলাও।'
সবারই প্রয়োজন
দেখছে না কে আপন।
হলে পর প্রয়োজন
দূরও হয় খুব আপন।


'প্রয়োজন মানে না
আইন কী জানে না।'


আজ শীতে প্রয়োজন
সকলে তাই আপন।


------------------------------------------
১৮ ডিসেম্বর ২০১৯, বাস, উত্তরা টু মিরপুর, ঢাকা