রোজ প্রভাতে


জাহিদ হোসেন রনজু।


-----------------------------------------®


মায়ার বাধন ছাড়ায় নিয়ে,
সুখের আবেশ সরায় দিয়ে


আমি যখন হাঁটতে বের হই
সকাল ভোরে,
তখন তুমি ঘুমিয়ে থাকো
ঘাপটি মেরে।


যতই ডাকি
যাবে নাকি
শানবাধা ঐ দীঘির পাড়ে?
পাখি যেথায়
ব্যস্ত খেলায়
কিচির মিচির শব্দ করে।


আদর দিয়ে
কপোল-গায়ে
যতই ডাকি রোজ তোমাকে,
ততই তুমি,
ভেবে আমি
আঁকড়ে ধরো বালিশটাকে।


তাই তো আমি রোজ সকালে
একাই হাঁটি,
ফের বকা খাই, যখন আমি
ফিরি বাটি।


সেই অভিযোগ
নিত্য যা রোগ
নেইনি কেন সঙ্গে আবার।
যতই জানাই
গাই যে সাফাই
ডেকে ছিলেম সোনা আমার।


শুনে নাকো আমার কথা
যতই বলি,
গুমরা মুখে, অন্য ঘরে
যায় যে চলি।


অনেক করে
হাতটি ধরে
শপথ করি জড়িয়ে কোলে।
আর হবে না
কক্ষনো না
কালকে ঠিকই ডাকবো তুলে।


কিসের কি আর
একই আবার
একই খেলা রোজ প্রভাতে,
খেলে যে যাই
আমি তো ভাই
নিত্য আমার ছেলের সাথে।


---------------------------------------------
১১ ফেব্রুয়ারি, ২০১৬, মিরপুর, ঢাকা।