শুভ্র-কালো বসন্ত


জাহিদ হোসেন রনজু
---------------------------®


আসলো ফাগুন, লাগলো আগুন
শিমুল, পলাশ অঙ্গনে,
গাইলো কোকিল, হাসলো অখিল
ছুটলো ভ্রমর ফুল বনে।


জীর্ণ শাখা, পড়ছে ঢাকা
নবীন পাতার উদ্ভাসে,
আম্র শাখায়, থোকায় থোকায়
ফুটছে মুকুল উল্লাসে।


চাঁদের হাসি পূর্ণমাসী
বাসন্তিকা অম্বরে,
বিছায় মাদুর শুভ্র মেদুর
স্বপ্ন জাগায় অন্তরে।


খোঁপার চুলে রঙিন ফুলে
সাজছে মেয়ে অপ্সরা,
বাজছে মধুর পায়ের নূপুর
উঠছে দুলে ত্রি-ধরা।


কাঠফাটা কর, কাটছে আঁচড়
শস্য ভরা মাঠটাতে,
হচ্ছে ব্যাকুল, হৃদয় আকুল
চৈত্র খরার শংকাতে।


করছে উদাস, চৈতি বাতাস
সব হারানো মনটাকে,
স্মৃতির পাতায়, রক্ত রেখায়
রাখছে লিখে ক্ষণটাকে।


মন্দ-ভাল, শুভ্র-কালো
উভয় ঋতু বসন্ত,
পাগলপারা, নয়ন কাড়া
সৃষ্টিছাড়া দুরন্ত।


---------------------------------
১৮ ফেব্রুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা।