সখি কাব্য- ২


জাহিদ হোসেন রনজু
------------------------------------------®


এই যে সখি দিলে হাসি
দেখেই তো আমার যায় যে প্রাণ,
কেউ কি পাবে এমন হাসি
খুঁজে বেড়ালেও দো-জাহান?


মিষ্টি যতই হাসুক সখি
স্বর্গপরী ঐ অপ্সরা,
তোমার ঠোঁটের হাসির কাছে
একেবারেই নস্যি ওরা।


অধর রাঙা ঐ হাসিটি
পায় যদি আজ আমার এ প্রাণ,
বিনিময়ে বিনা দ্বিধায়
বিলায় দিবো এ তুচ্ছ জান।


আর যদি ঐ হাসিখানি
পাই গো আমি চিরটি কাল,
দুঃখ আমার থাকবে নাকো
নরকবাসেও অনন্তকাল।


---------------------------------------------
৮ এপ্রিল, ২০১৭, খিলগাঁও, ঢাকা