উপহাস


জাহিদ হোসেন রনজু
--------------------------------®


সেদিন দেখেছি আমি শুয়ে ফুটপাতে
মরা লাশ টাকা চায় সাদা বস্ত্রে ঢেকে
ঘোমটা দেয়া রমনী বসে তার সাথে
অস্পষ্ট অনুচ্চ কন্ঠে কাঁদে থেকে থেকে।
শেষকৃত্য সমাধানে টাকা চাই তার
দেখে সেটা কষ্ট হয় হৃদয়ে সবার।
তাই দেয় সকলেই টাকা দুই-চার
দেখে টাকা চোখ জ্বলে সেই ঘোমটার।


বাঁচার তাগিদে গড়া মরা লাশ সাঁঝে
আড়মোড়া দিয়ে উঠে দুই পায়ে হাঁটে
ফের লাশ হয়ে অন্য কোন এক ঘাটে
বাঁচছে মানুষ নামে পৃথিবীর মাঝে।
জীবন ধারণে সাজা মানুষের লাশ
বিপন্ন মানবতার বড় উপহাস।


-----------------------------------
৭ জুলাই, ২০১৮, বাস, খুলনা টু ঢাকা।