ভালোবাসাতেই ঈশ্বরের নিবাস


জাহিদ হোসেন রনজু
---------------------------®


ভেবে কি দেখেছো তুমি
কতটা অসার
তোমার ভাবনাগুলো?
কতটা নিস্ফল
তোমার ঐ আস্ফালন?
কত ম্রিয়মাণ
তোমার সাজানো ছবি?
ভাবোনি, দেখোনি।
শুধু নিজেরই স্বার্থে করে গেছো সব।
নামায়েছো বিধাতাকে
ইট পাথরের ঐ মন্দির, মসজিদ, গীর্জা, প্যাগোডায়।
গড়েছো, ভেঙেছো স্বার্থে তুমি বার বার
ওই গীর্জা-মসজিদ-মন্দির-প্যাগোডা।
দেখো তুমি যদি চেয়ে এই ক্রান্তিকালে,
দেখবে
বিধি হাসছে প্রতি ঘরে ঘরে
আপন আলোর মাঝে মানুষের মনে।


মন্দির-প্যাগোডা-গীর্জা -মসজিদে শুধু
পাওয়া যায় না প্রভু ।
যত করো দম্ভ গড়ে সুরম্য দালান, ভাঙো হিংসায়
ঈশ্বর থাকে না ওখানে, থাকে সদা মনে।
দেখো চোখ মেলে আজ
সবাই ডাকছে ভগবান গৃহে বসে পরম শ্রদ্ধায়।


ঐ খানে, হ্যা ওখানেই
ঈশ্বর থাকেন
শম মানবিকতায়, বিশুদ্ধ মননে।


দেখো এই ক্রান্তিকালে
এই অসময়ে
বন্ধ মসজিদ-গীর্জা, মন্দির-প্যাগোডা।
হয়েছে কি কোন ক্ষতি,
কোন অপমান
বিধাতার বন্দনায়?


বিধাতা মহান।
নয় মসজিদ-গীর্জা, মন্দির-প্যাগোডা
মানুষেরে ভালোবাসো তাই তিনি চান।


---------------------------------
১৮ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা