ফাগুন বাসন্তি বায়ে প্রকৃতি রাঙায়,
কৃষ্ণচূড়া শিমুলের সুশোভিত ডালে ডালে।
প্রতি বছর ফাগুন আসে,
বায়ান্নতেও এসেছিল এ বাংলায়।
সেদিন ও পাখি গেয়েছিল গান, করুন সূরে
শিমুলের শাখে ফুটেছিল ফুল রক্ত রাঙা,
ওরা আমার অস্তিত্বের বুকে আঘাত করেছিল।
মায়ের ভাষায় কথা বলার অধিকার
সালাম বরকত রফিক জব্বার,
বীর যোদ্ধা, মায়ের জন্য জীবন দান।


ফাগুন এসেছে আজও দারে,
হিমেল বাসন্তী বায়ে এ মন উদাসী।
শিমুল ফুল সালামের রক্তে রাঙানো,
শত শহীদের খুলি এখানে ওখানে
নির্যাতিতা মুক্তিযোদ্ধা আজও ধুকে মরে।
বায়ান্ন প্রকৃতির শাখে শিমুল হয়ে,
একাত্তর বক্ষে লয়ে বালুচর পদ্মার জলে।


মা, আমায় ফাগুন থেকে দীক্ষা দাও,
শিমুল ফুলে শহীদ মিনার সাঁজাতে দাও,
কলকল পদ্মার জলে তোমার আঁচল ভেজাতে দাও।
মা, তোমায় ভালোবাসতে দাও।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/০৪ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/১০ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।