জানি না কি যে হলো .....(ll)
ও রূপের মায়ায় আমার
মন মাতালো।


আলগা কৃষ্ণ হিয়া .....(ll)
এ মনের বাঁধন ছাড়ি মেঘের বাড়ি
প্রেমিক প্রিয়া।


ও নয়ন দৃষ্টি প্রখর .....(ll)
হারাই এ অলস দুপুর শ্রান্ত নিশি
অনল প্রহর।


লুকানো চিকন হাসি .....(ll)
বারির ঐ বাঁশির সুরে হৃদয় পুড়ে
বাজায় বাঁশি।


গোলাপি উর্মি মাদল .....(ll)
উড়ায় এ মনের ডানা দিক অজানা
প্রীতির বাদল।


দূরের ঐ পাখির ভাষা .....(ll)
হয় না, রয় না বলা তবু না বলা
ভালোবাসা।


# বারির- বারি সিদ্দিকী #


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/০৫ রমজান ১৪৪০ হিজরি/১১ মে ২০১৯ খ্রিস্টাব্দ।