(বুয়েটের অকাল প্রয়াত মেধাবী ছাত্র আবরার ফাহাদ স্মরণে তার মা/বাবা-কে উৎসর্গকৃত)


যে জন চলে গেলো-- দূরে---
ডাকিস না মন-- অমন করে--
শিকল ছা----ড়িয়া--
ও মন বাঁধন ছাড়িয়া।


থাকতে সময় হয়নি--- বলা
খেলছিস রে মন রঙের খেলা
আঁচল ভরিয়া-------
ও মন উজাড় করিয়া।


কেড়ে নিলি আপনজনা---
মা মা ডাকে প্রাণের সোনা
সে আলোর কণা----
মায়ের খাঁটি-- সোনা।


কি লাভ হলো বল'না রে সই
মনের দুঃ--খ কা----রে কই
দিলি বাঁধন ছা--ড়িয়া--
ও মন জীবন কা-ড়িয়া।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/২৮ সফর ১৪৪১ হিজরি/২৮ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।