(বর্তমান কিশোর, তরুন ও যুব সমাজের অনেকেই নানাবিধ অসামাজিক কাজে লিপ্ত হয়ে অচিরেই ঝরে পরছে। যা আমাদের আগামী প্রজন্মের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সমাজের নানাবিধ অন্যায়, অনাচার, দুর্নীতি, অবক্ষয় প্রতিরোধ পূর্বক আগামী প্রজন্মের তরে একটি আলোকিত সমাজ উপহার দেওয়া এখন সময়ের দাবী)


প্রভাতী ক্ষন রবির কিরণ আপন মনে,
দিচ্ছে হানা দিক অজানা সঙ্গোপনে।
আলোক জ্যোতি মোহ মতি বক্ষে ধরি,
স্বপন আশা ভালোবাসা হৃদয়ে গড়ি।


আসে সুদিন আগামীর দিন জন্মের ধন,
ক্লান্ত বেলা আপন ভোলা জীবন মরণ।
বেলা গড়ায় কিশোর আলয় স্বপন মনে,
আগামী তার আলোক বাহার তিমির রণে।


জীবন যানে ঝড় তুফানে সামলে ধরি,
আঁধার হেরি আলোক ধরি স্বপন গড়ি।
তবুও ভাঙে উজান গাঙে প্রবল বানে,
বালুর চরে খামচে ধরে জীবন মানে।


বিশ্ব জয়ে-এ অবক্ষয়ে ধ্বংসে জাতি,
হয়'না বোধন কুম্ভ-রোদন আগামী বাতি।
যাচ্ছে ঝরে অকাতরে স্বপন তরুন,
কত আদর গ্রীষ্ম ভাদর প্রভাত অরুণ।


রুখ ধ্বংস আগামীর বংশ বাঁচাতে হবে,
বংশ বাতি থাকবে জাতি আশায় তবে।
সত্য শিক্ষা ন্যায়ের দীক্ষা নবীন মাঝে,
ন্যায়ের ব্রত মম অনুগত সকাল সাঁঝে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/২৬ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/০৪ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ।