আর কত কাল থাকব চাহিয়া
পথ পানে আমি,
পথের কি আর হবে নাকো শেষ
জানে অন্তর্যামী।


নাটাই সুতোয় উড়ায়েছি ঘুড়ি
আকাশ জয়ীতে,
দিবস নিশিতে বিভোর আমি'যে
মুচকি হাসিতে।


অনেক দেখেছি রঙিন সপন্
কাল গেছে ক্ষয়ে,
কিশোর কোমল কলির রেণু'যে
জাগে স্বপ্ন জয়ে।


রেখনা বিছায়ে সড়কে কিশোর
তোমারী বাঞ্চায়,
আগামীর সোনা মিছে লেনদেন
নাহি ঝরে যায়।


নব প্রদীপের এ সত্য আহ্বানে
তব দেখ আলো,
আর কতকাল নিশিপেঁচা ডাক
দুর করো কালো।


ফেরাউন নয় চিরজীবি হেথা
তবে কেন মোহ,
আগামীর বিশ্বে জাগোরে এবার
জেগেছে বিদ্রোহ।


এখনো তোমার নাহি ভাঙে যদি
প্রিয় মধু ঘুম,
দেখনা শিয়রে দুর্বার দামামা,
স্বপ্নচুর গুম।


সবের জন্য এ বাংলা মোদের
দশে মিলে বাস,
মনেরই কালি মুছে করি সাফ
হোক মম আশ।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ/২১ জিলক্বদ ১৪৩৯ হিজরী/০৪ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190