(বাল্য বিবাহ সমাজ ও সভ্যতার জন্য হুমকি)


আমি অভাগী এক মাইয়া
অল্প বয়সে আমার বাবা
আমায় দিছেন বিয়া,
আমি কপাল পোড়া মাইয়া
অল্প বয়সে আমার ই মা
আমায় দিছেন বিয়া (ll)


ক্লাশ ফাইভে পড়তাম যখন
স্বপ্ন ধরা মনে,
নতুন আকাশ নতুন বাতাস
অভাবের কারণে!
এখন আমার সময় কাটে
মরার দিন গুনিয়া,
অল্প বয়সে আমার বাবা
আমায় দিছেন বিয়া।


কত আশা ঝরে যায়
নিশুতি যাপনে,
কত নদী মরে যায়
সায়র কি তা জানে!
পাহাড় সমান দুঃখ বুকে
মরার দিন গুনিয়া,
অল্প বয়সে আমার ই মা
আমায় দিছেন বিয়া।


আমি অভাগী এক মাইয়া
অল্প বয়সে আমার বাবা
আমায় দিছেন বিয়া,
আমি কপাল পোড়া মাইয়া
অল্প বয়সে আমার ই মা
আমায় দিছেন বিয়া (ll)


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৯ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/২৬ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/২৪ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।