ছোট্ট জাবির লক্ষী সোনা
রবির কিরণ চাঁদের কণা,
বললো সেদিন প্রীতির সুরে
বাবা আমায় আদল (আদর) করে।


ভাঙল তালা মনের ঘরে
উঠলো যে ঝড় প্রবল জোরে,
বাবা ও আমায় করতো আদর
শীত গ্রীষ্ম বর্ষা ভাদর।


সব চাহিদা করতো পূরণ
নিজের দুঃখ হৃদয়ে হরণ,
ধৈর্য দীক্ষার অমিয় বানী
প্রভু ভক্তিই মহান মানী।


সেই যে গেলে অচিন দেশে
রইলে পরে স্মৃতি আবেশে,
অমিয় সুধা তোমার আদল (আদর)
নয়ন ধারায় বিরহী বাদল।


প্রভুর নিকট প্রার্থনা মোর
বাবাকে দিও বাবার আদর,
তোমাকে প্রিয় আজও খুঁজি
জীবন পরতে শুণ্যতা বুঝি।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ/২৭ রজব ১৪৪০ হিজরি/০৪ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।