(বাংলার পুঁথি গানের প্রতি প্রবল আকর্ষণ থেকেই এ প্রচেষ্টা আমার)


শােনেন সকল ভাষী বিশ্ববাসী শোনেন দিয়া মন,
আজকে বাংলা মায়ের কথা করিব বর্ণন,
শোনেন মন দিয়া।


শোনেন মন দিয়া প্রাণের প্রিয় বাংলা আমার মা,
এই ভুবনে তাহার কোন তুলনা হয় না,
আমার প্রাণ সজনী।


আমার প্রাণ সজনী চোখের মনি সবুজ শ্যামল গাঁ,
মায়ের পরশ ছেড়ে আমি কোথাও যাব না,
মায়ের দুঃখের কথা।


মায়ের দুঃখের কথা হৃদয় ব্যথা প্রাণ সংহারী হায়,
বাংলা মায়ের মানচিত্র রুটির টুকরা হয়,
শোনেন সেই কাহিনী।


শোনেন সেই কাহিনী আলাদিনী ব্রিটিশ মীরজাফর,
সিরাজের আসনে ছুড়ি মারল বুকে মোর,
প্রমোদ মীর জাফরী।


প্রমোদ মীর জাফরী ক্ষণহেরি ব্রিটিশ ক্ষমতায়,
এমনি করে দু"শ বছর কেমনে চলে যায়,
বলি সেই কাহিনী।


বলি সেই কাহিনী কলঙ্কিনী নীল চাষ এ বাংলায়,
তাদের কথা না মানিলে প্রাণ যে চলে যায়,
ব্রিটিশ শেষ বিকালে।


ব্রিটিশ শেষ বিকালে অস্তাচলে সূর্য ডুবে যায়,
বিদ্রোহেরই ভয়ে তারা লেজ গুটে পালায়,
ভারতবর্ষ ভাগে।


ভারতবর্ষ ভাগে অণুরাগে বাংলা টুকরো হয়,
একই মায়ের দুই সন্তান দুই কোলেতে রয়,
অন্ধ ধর্ম ভক্তি।


অন্ধ ধর্ম ভক্তি অতি ভক্তি চোরের লক্ষণ তায়,
বাংলা মাকে শোষণ করে না'পাক হায়েনায়,
প্রতিবাদেরই সুর।


প্রতিবাদেরই সুর ওরা অসুর না'পাক হায়েনা,
মায়ের এত কষ্টে ছেলের মন তো মানে না,
খুঁজে মুক্তির উপায়।


খুঁজে মুক্তির উপায় সোজা তো নয় তর্জনী হেলন,
মা আর বোনের ইজ্জত নিল হায়েনা শয়তান,
আসে স্বাধীনতা।


আসে স্বাধীনতা বিজয় কথা ধ্বংস স্তুপ বুকে,
লক্ষ প্রাণের বিনিময়ে আশা আগামীর চোখে,
আমরা গড়ব দেশ।


আমরা গড়ব দেশ মন আবেশ তলাবিহীন ঝুড়ি,
কত সভ্য রাষ্ট্রনায়কের আক্রমনাত্মক বুলি,
শোনেন পরের কথা।


শোনেন পরের কথা দুঃখ গাঁথা মনের বেদনায়,
কিসের লাভে মা তার সোনার সন্তানকে হারায়,
শোনেন সেই কাহিনী।


শোনেন সেই কাহিনী সবাই জানি শত্রু এ বাংলায়,
বাংলায় বুকে বাংলা ভাই কোন সে ইশারায়,
মায়ের দামাল সেনা।


মায়ের দামাল সেনা যুদ্ধ চেনা গড়ব আমার দেশ,
শত্রু সাবধান হও সরে যাও করব এবার শেষ,
মনের গোপন কথা।


মনের গোপন কথা দুঃখ ব্যথা রূপকে কিছু রাখা,
চল বন্ধু সবাই মিলে ঘুরাই বাংলার চাকা,
এখন সালাম জানাই।


এখন সালাম জানাই তুলনা নাই শ্যামল বাংলা মা,
মায়ের জন্য জীবন দেব কোথাও যাব না,
আল্লাহ হাফেজ বলি।


আল্লাহ হাফেজ বলি সত্য চলি বাংলা ভালবাসি,
মিলেমিশে সুখে দুঃখে সবার হাসাহাসি,
উজ্জল বাংলা চাই।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৪ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/১০ রবিউস সানি ১৪৪০ হিজরী/১৮ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।