বাংলার দ্বারে দিনমান ঘুরে আসে তব ফেব্রুয়ারী,
ভাষা শহীদের রক্তের ঋন আজও না ভুলিতে পারি।
কত শত মুখ আগে পিছে গেল মায়ের ভাষার লাগি,
স্মরণ শহীদে প্রভাত ফেরিতে সবে বেদনা বিবাগী।
একাত্তরের অমানিষা রাতে কত দুঃখ ব্যাথা লয়,
ওহে দয়াময় মাঙি শহীদের বেহেস্ত নসীব হয়।
কত মহাবীর দিয়েছো মোদের কত শত বলীয়ান,
বিশ্ব জগতে উড়িছে আজিকে বাংলার জয় নিশান।


নদ নদী খাল অবারিত মায়ের বুকে মায়া বিছায়ে,
সবুজ রূপেতে বিমোহিত সবে সদা ষড়ঋতু লয়ে।
মুনি ঋষীগণ কবি ও স্বজন অঢেল করেছ দান,
তাদের তরে আমরা এনেছি মায়ের অগাধ সম্মান।
তোমার রবীর সোনার তরীতে সোনালী ফসল ভরা,
নজরুল যেথা বিদ্রোহ হেথা কারা কপাট ভাঙ্গাচোরা।
বিদেশী বেনিয়া নিয়েছে ছিনিয়া বাংলার সৃষ্টি যত,
সব ভুলে আজ সুখ খুজি মোরা তাহাতেই অবিরত।


মায়ের সেইতো স্নেহময়ী রূপ আজিকে করুণ লাগে,
নদী নালা তার জলের অভাবে ব্যথিত সে অনুরাগে।
আজকের যে নেতা মায়ের বুকেতে দিচ্ছ চালায়ে ছুরি,
মীর জাফর দেখ বসে আছে নেবে তোমায় সঙ্গী করি।


তারিখ: ২১.০২.২০১৮ইং