বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আজ
উড়বে আকাশ জয়ে,
কেনই তবে থাকব পিছিয়ে
ঐ অত্যাচারির ভয়ে।


শক্ত কদমে চলরে দামাল
হটারে যত অন্যায়,
বোবাকালা নয় তোল প্রতিবাদ
জয় হবে নিশ্চয়।


আর কতকাল পড়ায়ে বেড়ি
রাখিবে ঘরের ছায়,
বুক'ভেঙ্গে যায় রাখিওনা তায়
বিশ্ব ডাকে আমায়।


স্যাটেলাইট কণা ছুটিবে আকাশ
বাংলা জয়ীবে বিশ্ব,
নট'রাজ সবে নট'গান ছেড়ে
আনরে আলোক দৃশ্য।


ছোট'মা মােদের ধন'বেশী নয়
চল জ্ঞানের দিক্ষায়,
প্রিয় বাংলা রয় তাকিয়ে
তার দামালের প্রত্যয়।


অনেক দেখেছি রঙ্গীন ফানুস
অনেক ক্ষয়েছি যিশু,
থামাও দম্ভ জাগাও বিবেক
একই মায়ের শিশু।


শত শহীদের রক্তের ঋণ
কেমনে শোধিব তায়,
আলোর পানে ছুটে'চল সবে
যদি'বা লাঘব পায়!


হাতে-হাত ধরে বাংলার সবে
চল বাংলা গড়ি,
মহাকাশ জয়ের এই মহাক্ষনে
বিদগ্ধ জনদের স্মরি।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২৩ শাবান ১৪৩৯ হিজরী/১০ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190