আজি রঙিন এ বসন্ত বাহারে,
পলাশ ও শিমুল বন
           দোলে রাঙা এই মন
প্রিয়া বুঝি এলে মোর দ্বারে?


চৈতালী নিপোবন
           আনমনা তনুমন,
এ নয়ন খোঁজে বারে বারে
রঙিন এ বসন্ত বাহারে।


মাস্তুল ভাঙা হাল
           উঠাও আগামী পাল,
প্রভাত রবিতে খুঁজি যারে
রঙিন এ বসন্ত বাহারে।


সুমিতা এ মন মিতা
           বেদনায় সঞ্চিতা,
আস প্রিয়া তুমি মোর দ্বারে
রঙিন এ বসন্ত বাহারে।


আজি রঙিন এ বসন্ত বাহারে,
সুমিতা এ মন মিতা
           আস প্রিয়া সঞ্চিতা
আস প্রিয় তুমি মোর দ্বারে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৭ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ/১৩ রজব ১৪৪০ হিজরি/২১ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ।