অন্ধকারে বন্ধ ঘরে কেঁদে মরে প্রাণ,
দিবানিশি মগ্ন বিরহী প্রেমের গান।
সুমিতা কোন মনতাপে আমায় ছাড়ি,
অমানিশা আঁধারে কেমনে দেব পাড়ি।
নিশি পেঁচা ঘরের চালে ডাকছে কালা,
আজ এ বেলায় মন বিরহী উতলা।
শিয়রে পিতার মৃত্যুর স্মৃতি স্মরণ,
পাঁজরে হায়েনা আঁচড়ে রক্তক্ষরণ।


সাতচল্লিশ বিজয় বর্ষ হল পার,
এখনও বাংলায় হায়েনা হুঙ্কার।
লক্ষ যুব'প্রাণ মা দেব তোমার লাগি,
দেশপ্রেমে আত্মদানে এ মন বিবাগী।
দেশদ্রোহী শত্রুকে হুঙ্কারী বলি আজ,
বঙ্গ দামাল বিজয়ে তোর বক্ষে বাজ।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৭ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/১৩ রবিউস সানি ১৪৪০ হিজরী/২১ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।