বসন্তের সমীরণ বিপ্লবী বোধন,
নির্যাতিত মানবতা নিষ্ফল ক্রন্দন।
শোষিতের প্রতিরোধে হায়েনার রণ,
উর্ধ্বাকাশে মুজিবের অঙ্গুলী হেলন।
কালরাত বিসম্বাদ কেড়েছিলে প্রাণ,
লক্ষ শহীদের ত্যাগে বাংলার মান।
বিপ্লবী বিদ্রোহী বীর বাংলা দামাল,
শত প্রতিরোধে জয়ী শিমুল তমাল।


মানবতা ভুলে সবে খোঁজ নিজ লাভ,
স্বার্থ মোহে অন্ধ গ্রহে সুজন স্বভাব।
সারি সারি প্রাণ কাড়ি অট্টালিকা গড়ি,
কে'বা কার বলিহার স্বার্থেই আকড়ি।
জাগো প্রেম বলি হেম মোহমায়া ছাড়ো,
মানবতা সত্য কথা ভালবাসো আরো।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/২৫ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/০৩ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ।