সংহারি নাই যদি মনের আন্ধার,
হে কবিতা তুমি তবে কেন খোল দ্বার?
হিংস্র সংঘাত ধর্ম পোশাক তলে,
রক্তে মাখা গড়াগড়ি কোন ধর্মে বলে?
উদ্বাস্তু শরনার্থীরা জীবনের লাগি,
দেশান্তরী ঘুড়িতেছে হইয়া বিবাগী।
জন্মের তরে কি অভিশাপ ছিল তার,
কোন সে ধর্মে বল জন্ম পাপ আমার?


তবে কিগো মিছে সবই কাব্য সাধনা,
চোখ মুদে বসে শুধু অনন্ত গণনা।
মানবতাবোধ যদি না জাগ্রত হয়,
লক্ষ কাব্য-গীতি মরে মিছে হতাশায়।
রূধিতে না পারি যদি তবে রোজ হায়
আসিফা-রা কেন কাঁদে কাব্যের পাতায়?


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৯ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/৫ শাবান ১৪৩৯ হিজরী/২২ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190