(ছেলে ও মেয়ের ডুয়েট কন্ঠে)


লাল পাড়ের শাড়িতে
আলতা ফিতা চুড়িতে
চলরে সখি বৈশাখী মেলায়,
ঐ বটের ও তলায়।


না'রে না রসিক মোর
তুই'যে বন্ধু মন চোর
যাব'না তোর সাথে মেলায়,
ঐ বটের ও তলায়।


তোর সাথে চলবো না
প্রেমের কথা বলবো না
তোকে দেখে মন'যে উছলায়,
ঐ বটের ও তলায়।


কেন ডাকিস ঐ মনে
এ মন'কে বাঁধি কেমনে
যাবো না বৈশাখী মেলায়,
ঐ বটের ও তলায়।


পাগল এ'মন মানে না
তোকে ছাড়া জানে না
বল এখন কি'করি উপায়,
ঐ বটের ও তলায়।


মাতাল বনে সুর দিয়া
মনটা নিলি কাড়িয়া
চলরে যাই বৈশাখী মেলায়,
ঐ বটের ও তলায়।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৬ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/১২ শাবান ১৪৪০ হিজরি/১৯ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।