রাগ করেছে বউটি আমার
মনটা ভীষণ ভার,
পাইনা খুঁজে রাগ ভাঙ্গানোর
যন্ত্র সমেত তার।


দেখতে লাগে মধুর অতি
রাগলে পরে বৌ,
শুলের বিষে ব্যথায় কাতর
মিষ্টি মধুর মৌ।


থালা বাটি ঝন ঝনাঝন
রাগের সুর-তান,
রাগের বাতাস লাগলে গায়ে
জুড়িয়ে যাবে প্রাণ।


হেথায় হোথায় ঘুরছে কত
সুন্দরী দলে দল,
বউ দেখলে খবর আছে
বুঝবে পরে ফল।


অসুখ বিসুখ সব ফেলে
সংসার সামলে রাখে,
রাগলে পরে আড় চোখেতে
লুকিয়ে দেখি তাকে।


আপদ বিপদ সকল সময়
সামলে ধরে হাল,
সুখ দুঃখ যাচ্ছে কেটে
আনন্দে দিন-কাল।


মিষ্টি সুরে সাহস করে
বলতে যদি পারি,
রাগলে তোমায় সুন্দর লাগে
মধুর'যে মুখ তারি।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/১৩ শাবান ১৪৩৯ হিজরী/৩০ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190