আহা বৃষ্টি কি'যে মিষ্টি
তার প্রথম আবেশী দৃষ্টি,
লয়ে ঝড় মেঘ গর্জন
কেবলি চকিত চমকে বর্ষন।


ফাগুন প্রাতের বৃষ্টি ঝড়ে
সফেদ স্নাত নতুন ভোরে,
বৃক্ষ সাখে ধুলোবালি যত
লুটায়ে ধরায় সদা অবিরত।


ঝড়ের মাঝেতে ঠমকি ঠমকে
বিজলী মাতম চকিত চমকে,
প্রলয় নিশান বাজিছে দামামা
জগত-পতীর অঙ্গুলী হামামা।


মন জগতের জমানো ক্লেদ
পারে'কি বৃষ্টি বিধৌত সফেদ?
ভালবাসা নিয়ে সমাজ গড়ে
বৃষ্টি কেবলি প্রকৃতির তরে?


বৃষ্টির স্বচ্ছ বারি কণা
সদাই এ মনের আল্পনা,
সমাজের যত ব্যাধি জরা
সাথে সফেদ হোক ধরা।