চল চলে যাই নৌকা ভাসাই
উজান গাঙে ঢল,
বিভীষিকার প্রলয় কালে
সাথী প্রেম আঁচল।         - (II)


আমার,
ভাঙা নায়ের ছেঁড়া পাল
খেলবি রে আর কতকাল
পাগল আমার মন যে উতলায়,
নাই ঠিকানা দিক অজানা
মন মাঝি তুই রইলি কানা
এভাবেই সময় বয়ে যায়।


ও মন,
সামলে ধরো রে হাল
পার হবো ঢল যে মাতাল
ও'পাড়ে প্রভাত রবির হল,
মাঝি মন শক্ত করো
পাড়ের ঐ আশায় ধর
চল সাথী নৌকা ভাসাই চল।


চল চলে যাই নৌকা ভাসাই
উজান গাঙে ঢল,
বিভীষিকার প্রলয় কালে
সাথী প্রেম আঁচল।         - (II)


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ/০১ সফর ১৪৪১ হিজরি/০১ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।