(মন বিরহী ভাবনা, ব্যক্তিগত নয়)


কি বলবো
কা'রে বলবো
আর কেনই বা বলবো!
কিছুই বুঝতে পারছি না,
কেন যেন এক নিথর দেহ
আদি অন্তে দিক দিগন্তে ভোঁ-ছুট,
কোথায় মিলবে ঠিকানা!
উইপোকা কুট্টুস নবাবী মসনদ
অসভ্য সুচীপত্রে সভ্যতার ছল
পাঁচতলা আর গাছতলা সম তাল
নাটক ফ্রেমে বন্দী মায়াজাল
রোগ জিইয়ে রাখার খেলা..


ওহে নাবিক,
তুমি কি জান? তুমিই শেষ ভরসা..
কালকের জন্য ফেলে রাখো না
ময়লার ভাগাড়ে বাড়ে পোকাদের বিস্তার
ঈশান কোনে ঝড়ের খেলা
সামলে ধর হাল।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৮ আশ্বিন ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ/০৫ সফর ১৪৪২ হিজরি/২৩ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।