হাতটি ধররে শক্ত করে
চল চলে যাই তেপান্তরে,
পাহাড়ের ঐ অসীম সীমানায়।


মুক্ত গগন বক্ষ সুনীল
রাঙ্গাব প্রাণ রঙে বর্ণিল,
উদাসী মন মিলন মোহনায়।


প্রভাত রবি ডাকছে পাখি
আলসে ঘুম থাকনা বাকি,
শিশির মলে কররে জমি চাষ।


নদীতে বান উঠলো খেলে
সাঁঝ জোনাকী আলোক জ্বেলে,
আঁধার ভেদি হৃদে আলোর বাস।


প্রকৃতি ডাকে তারই মত
দগ্ধ কষ্ট বুকে অবিরত,
পাহাড়ের ঐ সুনীল তেপান্তর।


চল সুমিতা আগামী দিন
গড়ি বাসর রঙিন বীণ,
ক্ষুদ্র জীবন সত্য প্রেমের ঘর।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১০ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/১৬ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি/২৩ জানুয়ারি ২০১৯ খ্রিষ্টাব্দ।