মাঘের শেষে ফাগুন আসে পলাশ রাঙা দিন,
মন বিরহী বায়ান্ন আর একাত্তর-র ঋণ।
ভাষার প্রেমে দেশের টানে শহীদ-র স্মরণ,
ঝরা পাতার শাখে নতুন প্রাণের সঞ্চালন।
আত্ম স্বরূপ পিছন ফেলে মগ্ন নতুন রূপ,
ধ্বংসে এ জাতি ভাঙছে ভ্রাতৃ মানবতা নিশ্চুপ!
হীন-র কর ধনীর ঘর ঝিলিক ঝাড় বাতি,
কেমনে বলি উপোষ চলি নির্ঘূম সারা রাতি।
দাবার চালে হাতি ও ঘোড়া হায়েনা রক্ত চোষা,
তেল ও ঘুষে তুষ্টি র রেশে সে সব বুঝি পোষা!
কতটা ক্ষতি হলে তোমার ভাঙবে মধু ঘুম,
অন্তিম ক্ষণ চলে রে মন সময় দেবে চুম!
জাগো হে ভাই আমি কানাই দেখতে চাই আলো,
দেশের প্রেমে মায়ের প্রেমে হৃদয়ে সুধা ঢালো।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ/১০ জমাদিউস সানি ১৪৪১ হিজরি/০৫ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।