অন্য কিছু কথা বলি
বন্ধু শোন,
নিজের জীবন ধন্য করি
হৃদয় রণ।


মা-কে ভালবাসতে যেন
না হয় কম,
মা দেখ ঐ রয় তাকিয়ে
না দেই দম।


নিজের জন্য করছি সবেই
আজ যা খুশি,
ভাবছি না মা-র শুকনো বদন
মুখের হাসি।


ভালোবাসা মায়ের তরে
সবাই মিলে,
চল সবাই ঐক্যতানের
ঐ মিছিলে।


যাবে বন্ধু চল দু'জন
মিলেই গড়ি।
মায়ের মুখে মুক্তো দানার
হাসি ভরি।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৭ আশ্বিণ ১৪২৫ বঙ্গাব্দ/২১ মহররম ১৪৩৯ হিজরী/০২ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com