ডিসেম্বর মাস,
বাংলার বিজয়ের মাস।
নাপাক হায়েনার লোলুপ গ্রাস থেকে
মা মাতৃকা-কে রক্ষা করার মাস।
১৯৭১ সালের সেই বিজয়ের মাহেন্দ্রক্ষণ,
১৯৫২ সালের ভাষা আন্দোলন,
৬ দফা, ১১ দফা,
৭ই মার্চ, ২৫শে মার্চ,
১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী নিধন।
ত্রিশ লক্ষ তাজা প্রাণ- আমার ভাই, বাবা, দাদা
দুই লক্ষ মা বোনের ইজ্জত হনন- মা, বোন, ফুফু
কেড়ে নিয়েছিলে নাপাক হায়েনা ও তাদের এ দেশীয় দোশররা
তারা কি মুসলমান, তারা কি মানুষ--?


আজ ৪৮টি বসন্ত হল গত,
ডায়েরীর মলাটে জমাট ধুলো,
হায়েনা প্রেমি উইপোকা আজও রয় বাংলায়
কেটে নেয় অহর্নিশ ডায়েরীর পাতা।
অপলক চেয়ে দেখি শত ব্যর্থতা, অনিয়ম,
হুট খোলা মাঠঘাট আজ অন্তর শূণ্য পরিপাট।
মুক্তিযোদ্ধার হামাগুড়ি ভিক্ষার থালা, জীবন যুদ্ধে।


কি ছিলো লাল ডায়েরীতে লেখা সেই বিজয়ের ইতিহাস?
শহীদ বুদ্ধিজীবীর খুলি দেখি আজও এখানে ওখানে,
কেমনে ভুলি সেই ভাষা শহীদদের
শহীদ বুদ্ধিজীবীদের,
ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের
দুই লক্ষ সম্ভ্রমহারা মা বোনদের
কালের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবকে
জাতীয় চার নেতাদের,
শহীদ নূর হোসেন, ডাঃ মিলন আরও কতশত-।


অনেক হারিয়েছি, আমার আর হারাবার নাই
আমি এবার একটি স্বাধীন বাংলাদেশ চাই
আমি আমার মা-কে ভালােবাসতে চাই
আমি আমার নদী নালার নাব্যতা চাই
মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য সম্মান চাই
আমি আমার ধর্ম পালন করতে চাই
আমি আমার প্রকৃতিকে ফেরত চাই
সব ধর্মে মৌলবাদমুক্ত বন্ধন চাই
বাজারের স্বাভাবিক নিয়ন্ত্রন চাই
ফরমালিন মুক্ত খাদ্যপণ্য চাই
বেঁচে থাকার অধিকার চাই
দেশ প্রেমিক নেতা চাই
দেশদ্রোহীর শাস্তি চাই
দূর্ণীতিমুক্ত রাষ্ট্র চাই
সঠিক আইন চাই
আমি আমার
বাংলা মা
চাই।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/১২ রবিউস সানি ১৪৪১ হিজরি/১০ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।