পিঞ্জরার ভেতরে যার মায়াবী বসত
সেই অচিন পাখি অধরাই রইলো,
প্রতাপ বাহাদুরের কুলখানি আয়োজন
পরিচালনায় আজ তিনি প্রয়াত।
অলিন্দের দুই কুঠুরি-ডান ও বাম, কি চান?
কি কারণে প্রস্থানেতে হয়েছে মহান!
রক্তের ধর্ম তত্ত্ব বৃক্ষ পাখি জল
সত্য মিথ্যা বিভাজনে যুদ্ধ স্থল।
কে তুমি, কে আমি?
মিলনের ফল?


একটা দেশলাই হবে?


একটিবার দেখতে চাই
পিঞ্জিরার ঐ অচিন পাখি,
কেন আসে, কেন হাসে
কেন সে পালায়!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৩ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/১০ রবিউস সানি ১৪৪১ হিজরি/৮ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।