উড়ন্ত বলাকা সম ছিল বিচরণ,
প্রজাপতি রঙিন ডানা স্বপ্ন পূরণ।
চিকমিক আলেয়ায় মেলেছিলে ডানা,
আলেয়ার সুধা পানে দূর্নিবার হানা।
সঙ্গোপনে দূরে সরে সাথী পেল সুখ,
প্রিয়জনে আখিঁ জলে ভাসাইলে বুক।
মেঘে ঢেকে রবি কণা রাত্রি যবে আসে,
বারেক ফিরেই দেখ সাথী নেই পাশে!


কত কষ্ট সয়েছিলে তুমি ওই বুকে,
অভিমানে চলে গেলে হিসাব না চুকে?
কেন তবে গড়েছিলে বন্ধুত্বের বন্ধন,
বুক ফাঁটে ঢেউ ওঠে হৃদয়ে ক্রন্দন।
রঙিন ডানার স্বপ্নগুলো সবি ফেলে
সময় হলে দম ফুরালে যাব চলে।


# #
সদ্য অকাল প্রয়াত বন্ধু আনোয়ার খান স্মরণে উৎসর্গীকৃত এ ক্ষুদ্র প্রয়াস।
মহান রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতবাসী করুন, আমীন।
# #


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/১৮ শাবান ১৪৩৯ হিজরী/৫ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190