একটি কবিতার জন্য-
খুঁজে ফিরি এক উন্মুক্ত ভাবনার আকাশ
খুঁজে ফিরি কিছু প্রয়োজনীয় শব্দের মেঘমালা,
যে মেঘে লুকানো জলকণা কখনো কখনো
বৃষ্টি হয়ে নেমে আসে তৃষিত ভূমির বুকে।
আবার কখনো উড়ে যায় অজানা সূদূর নীলান্তে!


সব শব্দে গাঁথা হয় না কাব্যমালা,
মনের গহীনে জমানো সব কথা পায় না ভাষা,
আজ এই উর্বরা নির্বাচনী বৈঠকে,
সমাধান হয়না সব অনাগত আগামীর।
গণতন্ত্র, সমাজতন্ত্র, মানবতা....
পুস্তকে জমা থাকে, ধুলার বৃত্তে বন্দী।


মূরাল, ভাস্কর্য আতঙ্কে জমানো ব্যবসা,
পুঁজির তলে চাঁপা পড়ে রয় সত্য দর্শন!
ছুটছে সবাই করোনা-র ভ্যাকসিনে,
বিত্তবন্ধী বৃত্তে বাস, অভাগীর নাভিশ্বাস।


লক-ডাউনের মাঝে-
জীবন্ত প্রেমের মূর্ত প্রতীক
সুমিতা-রা খুঁজে ফিরে
বেঁচে থাকার অবলম্বন, একটি চাকরি....


হে মানবজাতি,
এই আধুনিক সভ্যতা, মানবতা..
দিতে পারবে কি একটি চাকরি!
একজন প্রেমিকা,
এক কবি-র বেঁচে থাকার নিশ্চয়তা,
একটি অপ্রকাশিত আগামী কবিতা!


নির্বাচনী বৈঠকের বৈতরণী পার হবে
আসবে আগামীর নেতা,
কিন্তু,
কে দিবে একটি চাকরি,
কে দিবে অনাগত আগামীর...
সুমিতা-র বেঁচে থাকার, নিশ্চয়তা!


এরপর সমাপনী মোনাজাত,
প্রজ্বলিত আলোক বাতি নিভে যায়!
তারপর,
আল্লাহ সহায়....!!!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ/১২ ওয়ালিউল আউয়াল ১৪৪২ হিজরি/২৮ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।