একুশ মানে কি প্রভাত ফেরীতে
নগ্ন পায়ে হেঁটে চলা,
একুশ মানে শুধু শহীদ মিনারে
বেদিতে পুষ্প মালা?


একুশ মানে রমনা-র মেলায়
গদ্য পদ্যের সম্ভার,
জীবন খাতার প্রতিটি পাতায়
বাংলাকে পরিহার?


একুশ মানে কি স্বাধীন বাংলায়
বোনের সম্ভ্রমহানি,
মাদক দূর্ণীতি আর অপসংস্কৃতি
মরণের হাতছানি?


একুশ মানে যে মায়ের ভাষায়
কথা বলার অধিকার,
একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে
প্রতিরোধ দূর্ণিবার।


একুশ মানে তো নয়কো শুধুই
শ্রেণীভেদ বিভাজন,
তবে কেন হায় জাত ধর্ম ক্রোধ
বিচ্ছেদ এ আয়োজন?


সাতষট্টি বসন্ত পার হয়ে আজো
খুঁজি একুশের মানে,
ওঠো এ বাংলার দামাল কিষাণ
একুশ জাগাও প্রাণে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/২৬ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি/০২ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।