অবহেলায় লাঞ্ছিত জননীর বক্ষ,
স্বপ্নধোয়া পলি জল উর্বরা আবক্ষ।
বঙ্গভঙ্গ কুয়াশায় রথ ঢলে আশা,
হুমড়ি হুমড়ি কাঁদে পায় না সে ভাষা।
ভাসান ভেলায় গতি ধর্মে ভাঙে দেশ,
আর কত রূপ দেখে হবে পরিশেষ!
আসলাম অনিমেষ টুপি মঠ পাটি,
বাংলায় কথা বলি এক পলিমাটি।


ভাষা কাড়ে দেশ কাড়ে শকুনের দল,
দূর্জয়ে দুর্বার দ্রোহে বাংলা দামাল।
আর নয় নীচু মাথা মুজিবে হুঙ্কার,
গর্জে ওঠে বঙ্গ মাতা বাংলা আবার।
সবুজের বুকে লাল স্বাধীন পতাকা,
দামাল প্রাণের দামে স্বপ্ন-সুখ আঁকা।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ/১৯ রবিউল সানি ১৪৪২ হিজরি/০৫ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।