সভ্য আমি সভ্য সমাজ
সভ্য আমার দেশ,
অসভ্যতা খাচ্ছে গিলে
সভ্যতারই রেশ।


পুঁজিবাদ আর পেশীবাদ
গড়ছে সমাজ দেশ,
সকল বাদ-এর মাঝে শুধু
সভ্যতা-টাই শেষ।


অসত্য আর মোসাহেবী
গড়ছে সমাজ বিশ্ব,
এমনি করে যাচ্ছে জীবন
সভ্যতা-টাই নিঃশ্ব।


পৃথ্বীরাজ ঘুরছে দেখি
এ সভ্যতার পিছে,
সভ্যতার স্বপ্ন বোনা
এখন বুঝি মিছে?


অসভ্যতার ঘুর্ণিপাকেও
ফুটছে নতুন ফুল,
নেই কেন হায় ভ্রমর সেথায়
সুবাসে ব্যকুল?


হৃদয় আমার ফিরছে খুঁজে
মানব মুক্তির পথ,
হেথায় হোথায় মিলবে কোথায়
সভ্যতার ঐ রথ?