(যানজট আমাদের জীবন থেকে কত ঘন্টা সময় কেড়ে নিচ্ছে, এখনই সময় ভেবে দেখার এবং পরিত্রাণের উপায় খুঁজে বের করার)


যানের জটে ধুঁকছে দেশ
লজ্জা পাচ্ছে সময় বেশ,
নিয়ম নীতির বালাই নাই
হরেক রঙের গাড়ি চাই!


গাড়ি দিয়ে ভরাবো দেশ
দুই কদমে ঘন্টার আবেশ,
জ্যামের ফাঁকে ঘুমিয়ে নাও
দেশের কাজে হাত বাড়াও!


বিলাস বহুল প্রাইভেট কার
করতে হবে আজ পরিহার,
"ঢাকার চাকা" আনিস ভাই
নিয়ম মেনে চলতে চাই।


আমার শহর আমার দেশে
ফোঁটাব ফুল মন আবেশে,
সবাই ভালো বাসলে দেশ
যানযট দূর্নীতি হবেই শেষ।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/০৪ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরী/১১ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।