মহান নেতা মুজিব জন্ম-শতবর্ষে,
বিউগল ডামাডোল চারিদিকে হর্ষে।
মুজিব চেতনা সেই সাম্যবাদী গান,
কেমনে গাইবে মন বিরহী পাষান!
ব্রিটিশ বেনিয়া পার কতটা বছর,
নাপাক হায়েনা পুষি মনের ভেতর!
কৃষক মজুর ঘামে আরাম এ গদি,
বিলাসী লালসা প্রেম মনে থাকে যদি!


জন্ম-শতবর্ষে তুলি একটি স্লোগান,
মননে মুজিবে বাঁচি জন্মভুমে প্রাণ।
ভালোবাসি প্রিয় বঙ্গ মুজিবের মত,
ভেঙ্গে ফেলি বিষদাঁত জানোয়ার শত।
এই ক্ষণে আনমনে মুজিবকে স্মরি,
আছি হেথা যাব কোথা মন নীলাম্বরী!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৮ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/০৬ রজব ১৪৪১ হিজরি/০২ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।