কে তুই আছিস বীর
চির উন্নত মম শীর,


ত্রিশ লক্ষ বীর শহীদের আত্মদান,
তিন লক্ষ মা বোনের আব্রু সম্মান!
পনের আগষ্ট সপরিবারে আত্মদান,
বাঙ্গালী জাতির যুগের শ্রেষ্ঠ সন্তান।
বঙ্গবন্ধু প্রিয় শেখ মুজিবুর রহমান,
জন্ম শতবর্ষে জানাই শ্রদ্ধা সম্মান।


শেয়ার বাজারে করোনার দাম চড়া,
ছুটেই চলেছি দিক অজানা হরকরা।
বেঁচে থাকার এ অদম্য দম দিলে,
হরহামেশাই কান নিলো কি চিলে!
সঙ্গ রােধের এই প্রাসঙ্গিক সতর্কতা,
সবে পালাই, কে শোনে কার কথা!


বলছি মুখে, ভালোবাসি মা-গো তোকে,
শ্রদ্ধায় মুজিব, মন দেখেনা তো লােকে!
আলোর ঝিলিক, বেদনায় কাঁদে অন্তর,
কুচক্রী জাল টুটে, আশা আলোর ভোর।
জঞ্জাল যত, চল শুরু করি সাফ,
প্রভু মহান, সহায়তায় চাই মাফ।


বাংলার সকল দামাল সামাল মিলে,
মুজিব বাংলা চাই বিজয়ের মিছিলে।
জন্ম শতবর্ষে করি একটি অঙ্গীকার,
আমিও মুজিব, গড়বো দেশ আমার।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৩ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ/২১ রজব ১৪৪১ হিজরি/১৭ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।