ধর্ম বাঁধ বিসম্বাদে গড়া এ সংসার,
তেইশ বসন্ত ধুপে পুড়ে ছারখার।
পাঁচ না পেরােতে ভাষা চেঁপে ধর টুটি,
ক্রমাগত অনাদরে মন দিলো ছুটি।
স্ব-করূন প্রতিবাদ দেখো নাই চেয়ে,
বাংলার ঘরে আসে দ্রোহ ঝড় ধেয়ে।
মুজিব কাণ্ডারী প্রাণে বিজয় নিশান,
কালরাতে বাংলাতে লক্ষ প্রাণ দান।


আজো ভাসে মনাকাশে রিক্ত বেদুইন,
সবুজ করেছ লাল মায়ের জমিন।
ক্ষমা চাও নরপশু অমানুষ ভবে,
মানবের বুঝি বোধ কখন যে হবে?
পঁচিশের শোকস্মৃতি কাঁদে এই মন,
অন্তরে প্রত্যয় জয়ে আগামী ভূবন।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ/১৭ রজব ১৪৪০ হিজরি/২৫ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ।