তোমার কবিতা মোর চিত্তে প্রেম জাগে,
কখনো বিদ্রোহ শত রাগে অনুরাগে।
প্রকৃতি রূপের খেলা কত ছলাকলা,
বিশ্ব ব্রহ্মান্ডকে নিয়ে কত কথা বলা।
মানব চরাচরের সব নীতিকথা,
আদর্শ জীবন তব হোক যথাযথা।
ধর্মান্ধ ধর্মবিরোধী আস্তিক নাস্তিক,
খুঁজিয়া ফিরি সকলে সঠিক সে দিক।


কাব্য-তে হোক আলোক কণার সন্ধান,
সত্য উন্মোচনে সদা ব্রত অনুরণ।
প্রেমডোরে বাধি মোরা ধর্ম-বর্ণ মিলে,
ভেদাভেদ নাহি, সবে একই মিছিলে।
কাব্য হোক সভ্যতার শ্রেষ্ঠ হাতিয়ার,
কবি আহ্বান তোমায়, মম অঙ্গীকার।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৮ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ/১৩ রজব ১৪৩৯ হিজরী/১ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com