অঞ্জলী মতিহার
                    পায়রার সমাচার,
ইতি টানে সম্বিত
                    অঞ্চল ত্যাগে ঠিক।


সোনালী রুপালী রোদ
                    বৃথা সে অনুরোধ,
ধর্ম যে দেয় বাধ
                    নিরালাই নির্বোধ।


সোনালী সে রোজই হায়
                    কিছু ভয় সংশয়,
অষ্টাদশের প্রীত
                    গায়নি সে সঙ্গীত।


শুরু হয় আনমনা
                    সুজাতায় সুর বোনা,
মন হয় চঞ্চল
                    হৃদ মম অঞ্চল।


বৃথা ছিল সবি মোর
                    অচেনা নতুন ভোর,
অজানা সে সমীরন
                    সুরে তোলে অনুরন।


সুরে সুরে বাধি গান
                    কাননে আসিল প্রান,
এমনি প্রানেতে হাসে
                    তোমাতে আমাতে মিশে।


সোনালী-কাবিন কণা
                    স্মৃতিময় জাল বোনা,
সু'খে দু'খে আছি বেশ
                    একদিন হবে শেষ।