মা----------------------,
আমি তো আর স্বপ্ন দেখি না।   - (ll)


তোর চোখের ঐ শিশির স্নাত
স্বপ্ন নিয়ে বুকে
তোর আঁচলের পাড়-টি ধরে
নির্ভাবনার সুখে,
হেটেছিলাম কত----টা পথ
আর তো পারি না।
মা---------------------,
এখন আমি স্বপ্ন দেখি না--।


নতুন জাবির আলোক কণা
এখন আমার ঘরে
তার শিয়রে দিবা----নিশী
কত স্বপ্ন ধরে,
তোর ই স্বপ্ন পে--ল যে মা
নতুন ঠিকানা।
মা---------------------,
আমি আমার স্বপ্ন দেখি না--।


জীবন ত-রী অ--থৈ সলিল
পায় না'তো ঠিকানা
তোর বিরহে কান্দে রে মন
জানে যে রাব্বানা।
তোর বুকেতে দে মা রে ঠাই
আর তো পারি না।
মা---------------------,
এখন আমার স্বপ্ন দেখি না--।


মা----------------------,
আমি তো আর স্বপ্ন দেখি না।   - (ll)


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/২৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/২৭ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।