হিমহিম বায়ে শিমুলের ছায়ে
বসিয়া প্রভাত বেলা,
বন্ধু সুজন প্রানের প্রিয়জন
খেলিছে আনন্দ খেলা।


কামিনী যোগিনী অ্যাডাম আলিম
শ্যামল সবুজে বাস,
প্রকৃতির শোভা চাদর জড়ায়ে
শান্তিময় নিঃশ্বাস।


মানবের তরে দুই হাত ভরে
প্রকৃতি করেছো দান,
নদী-নালা জল তরুশাখে ফল
প্রভু তুমিই মহান।


কালবেলা ক্ষয়ে বিশ্ব শান্তি জয়ে
নিয়ম কানুন রথ,
আসিল এ ভবে চিত্ত অনুভবে
ধর্ম বিধান সে পথ।


আজ ধরাতলে স্বার্থমগ্ন বলে
আপনার লাভ খুঁজি,
ধর্ম নয় তাহা লোভে করি যাহা
মিথ্যা বেসাতির পুঁজি।


জায়নামাজ লাল রক্ত দেয়াল
মানবতা কোথা পাই?
কাঁদে এই মন বন্ধু প্রিয়জন
মানবে সভ্যতা চাই।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৫ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ/১১ রজব ১৪৪০ হিজরি/১৯ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ।