জীবনানন্দের প্রিয় বনলতা সেন,
রিক্ত প্রাণে দু-দন্ড শান্তির লেনদেন।
সিংহল বিদর্ভ এ বহতা জীবন,
চৌদিকে জীবনতরী সমূদ্র সফেন।
দিবা শেষে সন্ধ্যা আসে রৌদ্র গন্ধ মুছে,
অন্ধকারে জোনাকি আলোক স্মৃতি পুছে।
হাল ভাঙ্গা নাবিকের মৃয়মান সুখ,
নিরাশায় তৃষ্ণিত বনলতার মুখ।


আকুল পাথারে ডুবি সমুদ্র সলিল,
যোগ বিয়োগে নেই হিসাবে অন্তমিল।
তবু ধরা দিশাহারা মাতাল ভুবন,
অনুক্ষন অনুরণ তৃষ্ণিত এ মন।
মেঘা প্রিয়া কৃষ্ণ হিয়া হরিনী নয়ন,
সেই চােখে খুঁজি মোর বনলতা সেন।


# #
বাংলার গর্ব জীবনানন্দ দাশ এর বিখ্যাত বনলতা সেন কাব্যপ্রেমে আসক্ত হয়ে তার প্রতি শ্রদ্ধাস্বরুপ আমার এ ক্ষুদ্র সনেটিক প্রয়াস।
# #


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৪ আশ্বিণ ১৪২৫ বঙ্গাব্দ/২৮ মহররম ১৪৩৯ হিজরী/০৯ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com