মা ...........
আমার বোবা কান্না                   দেখতে কি পাওনা?
মা ...........
আমার কান্না তুমি                    শুনতে কি পাওনা?


কত কষ্ট করে তুমি                   আমায় জনম দিলে,
আদর সোহাগে করলে বড়          বিনিময় কি নিলে?
কেন তুমি আজ তবে                 ছেড়ে গেলে মোরে?
তোমায় ছাড়া বল আমি              থাকব কেমন করে?


মা ...........
আমার বোবা কান্না                   দেখতে কি পাওনা?
মা ...........
আমার কান্না তুমি                    শুনতে কি পাওনা?


আজ এ হেলায় সন্ধ্যাবেলায়        ঐ না আন্ধার ঘরে,
নেইতো আলো নেই'যে বাতি       থাকবে কেমন করে?
তোমার কাছে নাওনা মাগো        থাকব তোমার সনে,
কেমন করে থাকবে বল            এই আমায় বিহনে?


মা ...........
আমার বোবা কান্না                   দেখতে কি পাওনা?
মা ...........
আমার কান্না তুমি                    শুনতে কি পাওনা?


খোদা তোমায় করি আরজ          ঐ না বন্ধ ঘরে,
কেমন করে থাকবে মা'মোর        একা অন্ধকারে?
দেখে রেখ আমার মা'কে            ভাল রেখ তুমি
মায়ের পায়ে দিওগো ঠাঁই          ও হে অন্তর্যামী।


মা ...........
আমার বোবা কান্না                   দেখতে কি পাওনা?
আল্লাহ......
আমার কান্না তুমি                    শুনতে কি পাওনা?


আল্লাহ ......
আমার বোবা কান্না                   দেখতে কি পাওনা?
মা ...........
আমার কান্না তুমি                    শুনতে কি পাওনা?


×× আমাদের মানব সমাজে অনেকেই পিতা/মাতাকে হারিয়েছেন। চলে গেছেন না ফেরার দেশে। কেউ কেউ হয়তো অকালেই হারিয়েছেন। অনেকে পিতা/মাতার মুখচ্ছবিও ঠিকমত মনে করতে পারছেন না। আমিও আমার পিতাকে হারিয়েছি সেই ছোট্ট বয়সে। পিতা মাতার অভাব কোনভাবেই পূরণীয় নয়, সম্ভব ও নয়। আল্লাহর নিকট শুধুই প্রার্থনা, আমাদের পিতা/মাতা-কে আল্লাহ যেখানেই রাখুন, ভাল রাখুন। পরকালে সবাইকে জান্নাতবাসী করুন। ××


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৮ই চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ/৩রা রজব ১৪৩৯ হিজরী/২২শে মার্চ ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com