তুমি...................
কেমনে থাক রে বন্ধু,
আজ আমারে ছাড়ি?       - (II)


আমি .........................
কেমনে দেব .................
কেমনে দেব এই না আন্ধার
ভবের সাগর পাড়ি রে
বন্ধু ....................
আজ আমারে ছাড়ি?


তুমি...................
কেমনে থাক রে বন্ধু,
আজ আমারে ছাড়ি?       - (II)


কি যাতনায় অন্তর পোড়ে
তোমায় বিহনে ..........  - (II)


আমার এ মন ...............
আমার এ মন তোমায় ছাড়া
সইগো ................
থাকে কেমন করে রে
বন্ধু ..................
আজ আমারে ছাড়ি?


তুমি...................
কেমনে থাক রে বন্ধু,
আজ আমারে ছাড়ি?       - (II)


পাগল জাহিদ কেন্দে বলে
ওহে দয়াময় ............. - (II)


তুমি .......................
মোর সখিরে রেখ আদরে
মোর বন্ধুরে রেখ যতনে
আঁচড় নাহি লাগে গায়ে
রে বন্ধু ..................
আজ আমারে ছাড়ি?


তুমি...................
কেমনে থাক রে বন্ধু,
আজ আমারে ছাড়ি?       - (II)


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৭ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ/১২ রজব ১৪৩৯ হিজরী/৩১ মার্চ ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com


** বাংলার বিখ্যাত বাউল সাধক শাহ আব্দুল করিম এর কালজয়ী গান, শিল্পী হাবিব ওয়াহিদ এর কন্ঠে - "কেন পিরিতি শিখাইলারে বন্ধু চলে যাইবা যদি" এর ছায়া অবলম্বনে আমার এ ক্ষুদ্র চেষ্টা। ভুল হলে ক্ষমা মার্জনীয়  **