বন্ধু তোমায় ডাকি আমি
শুনতে নাহি পাও?
বন্ধু তোমায় ডাকি আমি
শুনতে কিনা পাও?
সাজানো মোর প্রেমের বাসর
সাজানো প্রীতির ও বাসর,
বারেক ফিরে চাও'রে বন্ধু
বারেক ফিরে চাও।


গোলাপ চন্দন ফুলের মালা
বাসর যতন করি,
গোলাপ চন্দন কামিনী মালা
সাজাই যতন করি।
আসেনি সাঁই প্রাণ বন্ধুয়া
আসেনি মোর প্রাণ বন্ধুয়া,
হৃদয় হরণ করি'রে বন্ধু
হৃদয় হরণ করি।


চাঁদনী পশর রাইতে বন্ধু
তোমার পানে চাই,
চাঁদনী পশর রাইতে বন্ধু
তোমায় কাছে চাই।
বৃথাই কি চান্দেরও কিরণ
বৃথাই আমার বাসর কুঞ্জন,
হীনে বিনোদিনী রাই বন্ধু
বিনোদিনী রাই।


কত স্বাদের প্রাণও বন্ধু
আসর বাসর চাই,
ওগো আমার হৃদয় বন্ধু
তোমার পরশ চাই।
তোমার পরশ হীনে জীবন
যাবে গো বৃথাই,
তোমার পরশ চাইগো প্রিয়
বন্ধু আমার সাঁই।


বন্ধু তোমায় ডাকি আমি
শুনতে নাহি পাও?
বন্ধু তোমায় ডাকি আমি
শুনতে কিনা পাও?
সাজানো মোর প্রেমের বাসর
সাজানো প্রীতির ও বাসর,
বারেক ফিরে চাও'রে বন্ধু
বারেক ফিরে চাও।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৬ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/০৪ রমজান ১৪৩৯ হিজরী/২০ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190