কাব্য ও কবিতা যত হোক লেখা
মানুষ না হলে পরে অমানুষ দেখা,
শত রংয়ে আঁকা ছবি যতই না চিক
নীতিবোধ হীনে তব কিছু নয় ঠিক।


দিন'দুই পর বসে ভাবি নিরালায়
জগত ও মাজারে কত রং দেখা যায়,
কত রূপে কত সাজে পৃথিবীর সাজ
হয়নি দেখা মা-র স্নেহ প্রীতি মমতাজ।


যৌবনে তো ছিল কত রূপে অপরূপ
ভাটি'টানে ভেসে কোথায় যাবে সে ধুপ?
দ্বীপও ছিল শিখা ছিল আলোর মিছিলে
আজ অবেলায় কেন আলো নাহি দিলে?


জ্বালালে আলোক শিখা মনের কাননে
সেই আলো মন মাঝে সমীরণ গানে,
হৃদয় যে কেঁদে মরে প্রিয় মন মানুষ
যার খোঁজে দিবা নিশি কেবলি বেহুশ।


বিকশিত হই নিজে মানুষ রূপেতে
তবেই না পাব মন কাব্য কবিতে,
আগাছা সাফ করি গড়ি'যে কানন
দশে মিলে গড়ে তুলি বিশ্বভুবন।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৮ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/০৬ রমজান ১৪৩৯ হিজরী/২২ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190